সোমবার, ২ এপ্রিল, ২০১২

পাওয়া গেল লিওনার্দো দ্য ভিঞ্চির হারানো পেইনটিং
গবেষক এবং বিশেষজ্ঞরা লিওনার্দো দ্য ভিঞ্চির একটি দেয়ালচিত্র সম্প্রতি আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, সেটি ষোড়শ শতাব্দীতে অাঁকা হয়েছিল। দেয়ালচিত্রটি অাঁকা হয়েছিল ফ্লোরেন্সের একটি দেয়ালে। নাম ‘আঙ্গিয়ারির যুদ্ধ’ যে দেয়ালে দেয়ালচিত্রটি অাঁকা হয়েছিল তা ফ্লোরেন্সের অত্যন্ত জনপ্রিয় একটি বিল্ডিং, প্যালেস হল। তবে দ্য ভিঞ্চির দেয়ালচিত্রের ওপর অাঁকা ছিল জর্জিও ভাসারির আরেকটি চিত্র। তা পলেস্তারার মতো কাজ করেছে এবং দ্য ভিঞ্চির অঙ্কনটি রক্ষা করেছে। শত বছর ধরে এই অঙ্কনটি খুঁজেছেন চিত্রশিল্পী এবং ইতিহাসবিদরা। অনেকেই বিশ্বাস করেন ১৫০৫ সালে লিওনার্দো দ্য ভিঞ্চি দেয়ালচিত্রটি অাঁকা শুরু করেন। ষোড়শ শতাব্দীতে ফ্লোরেন্স মিলান দখল করে নেয়। সংঘর্ষ ঘটে আঙ্গিয়ারির ছোট্ট শহরে। তবে দেয়ালচিত্রটি অসম্পূর্ণ। লিওনার্দো ফ্লোরেন্স ছেড়ে চলে যান ১৫০৫ সালেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ইতালীয় প্রকৌশলী মাউরিৎসিও সেরাচিনি সাংবাদিকদের জানান, দেয়ালচিত্র থেকে যেসব রং পাওয়া গেছে, তা থেকে বোঝা যায় যে, প্রাসাদের হলটিতে পঞ্চদশ শতাব্দীতে তা অাঁকা হয়েছিল এবং রংগুলো ব্যবহার করেছিলেন দ্য ভিঞ্চি। লাল, কালো এবং বেজ রংয়ের পেইন্ট তোলা হয় দেয়ালচিত্র থেকে। এই রংগুলোর সঙ্গে প্রাকৃতিক রংয়ের সাদৃশ্য পাওয়া গেছে। দ্য ভিঞ্চি সবসময়ই এভাবে রং ব্যবহার করতেন তার পলেস্তারায়। লিওনার্দোর এই দেয়ালচিত্র হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। তারা একযোগে কাজ করছেন ফ্লোরেন্স শহর কর্তৃপক্ষের সঙ্গে। মাউরিৎসিও সেরাচিনি সাংবাদিকদের আরও বলেন, জর্জিও ভাসারির পলেস্তারা থেকে যে রং আমরা পেয়েছি, তা তৈলচিত্রের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এসব রং এবং দ্য ভিঞ্চির ‘আঙ্গিয়ারির যুদ্ধ’র রংয়ের ব্যবহার একই রকম। তিনি আরও জানান, ‘যেসব তথ্য পাওয়া গেছে তা এককথায় অসাধারণ। যদিও আমরা গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছি, তারপরও বলতে পারি, রহস্য উন্মোচনে এখনো অনেক কাজ বাকি। তবে আমরা
আসল জায়াগাতেই খোঁজাখুঁজি করছি সে বিষয়ে নিশ্চিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন